Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) অর্থবছরের প্রথম নিলাম শহরের খান টাওয়ারে অবস্থিত অস্থায়ী নিলাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পাঁচটি ব্রোকার্স হাউজের ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা নিলামে উঠে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৬২০ টাকা। বছরের প্রথম নিলামে অর্ধেকের চেয়ে বেশি বিক্রি হয়েছে। প্রথম নিলামে শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজের তেলিয়াপাড়া চা বাগানের বø্যাক টি প্রতি কেজি সর্বোচ্চ ৪০০ টাকা বিট দর এবং গ্রীণ লিফ টি গার্ডেনের গ্রীণ টি প্রতি কেজি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা বিট দরে বিক্রি হয়েছে।
বায়ার ও ব্রোকার্সরা জানিয়েছেন, এবারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত প্রথম চা নিলামে চট্টগ্রামের নিলাম কেন্দ্রের চেয়েও তুলনামূলক বেশি দামে চা বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় চায়ের গুণগত মানও বেড়েছে। ফলে এবারের নিলামে বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট অফারিং ছিল ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি চা। যার মধ্যে বিক্রি হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি চা। অবিক্রীত রয়েছে ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা। বিক্রিত চায়ের গড় মূল্য ছিল প্রায় ১৭৫ টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরের শেষ নিলামে তিনটি ব্রোকার্সূ হাউজের ১ লাখ ৩২ হাজার ১১৯ দশমিক ৬০ কেজি চা নিলামে উঠেছিল। এর মধ্যে বিক্রি হয় মাত্র ৪২ হাজার ১৮৪ দশমিক ১০ কেজি চা। যার গড় মূল্য ছিল ২০৮ টাকা ৬০ পয়সা।