lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ মে, ২০২৫
Last Updated 2025-05-26T15:00:23Z
সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে জমি দখলের অভিযোগে বিটল মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের মাদারগঞ্জে জমি দখলের অভিযোগ এনে উপজেলার সিধুলী ইউনিয়নের হাটবাড়ি এলাকার বাবর আলী মন্ডলের ছেলে বিটল মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকেলে ভুক্তভোগীদের আয়োজনে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে  এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের  অভিযোগ, বিটল মিয়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে একের পর এক নিরীহ মানুষের জমি দখল করে নিচ্ছেন। স্থানীয়রা যখন এর প্রতিবাদ করেন, তখন তিনি তাদের উপর অত্যাচার চালান। সেই সাথে দেয়া হয় মামলা, হুমকি ও ভয়ভীতি। সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ, আব্দুল কাইয়ুম, ওয়াজ মন্ডল,সানুয়ারা বেগম, আনোয়ার হোসেন, মিজানুর, মির্জা, শিপন ও নুরজাহান বলেন, বিটল মিয়া এলাকায় একটি আতঙ্কের নাম। তার ভয়ে মানুষ মুখ খুলতে সাহস পায় না। কারো জমি পছন্দ হলে তিনি নানা কৌশলে তা দখলে নিয়ে নেন। তারা আরও বলেন, বিটল মিয়া গোপনে সুদের ব্যবসাও চালান, তবে তার মূল শক্তি হলো জমি দখলের নেটওয়ার্ক। যেকোনো উপায়ে তিনি জমির মালিককে হুমকি, প্রলোভন বা মিথ্যা মামলায় জড়িয়ে জমি দখল করে থাকেন।

সংবাদ সম্মেলন থেকে ভোক্তভোগীরা প্রশাসনের প্রতি দাবি জানান, বিটল মিয়ার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।