lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ মে, ২০২৫
Last Updated 2025-05-04T02:43:34Z
গণমাধ্যম

বেতাগীতে গণমাধ্যম সপ্তাহ উদযাপন

Advertisement



‎বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ 

 ৩ই মে রোজ শনিবার বরগুনার বেতাগীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ উদযাপ উপলক্ষে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার বিকাল ৩টা ৩০ ঘটিকায় কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রা বেতাগী প্রেসক্লাবের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএমএসএফ বরগুনা জেলা কমিটির সভাপতি, জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, মাহমুদ হাসান তাপস।  সাংগঠনিক সম্পাদক,আসাদুলহক সবুজ,  আইনবিষয়ক সম্পাদক, অলি উল্লাহ ইমরান। আরো উপস্থিত ছিলেন, বেতাগী রিপোর্টস ইউনিট এর সভাপতি, শাহাদত হোসেন মুন্না, সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি, মিজানুর রহমান ডব্লিউ, কোয়েল সিকদার  দৈনিক কালবেলা বেতাগী উপজেলা প্রতিনিধি, মোহাম্মদ হাসান, দৈনিক বরিশাল ক্রাইম, মোঃ দুলাল ফেরদৌস, বিশ্ব মিডিয়া,মোঃ ফোরকান হোসেন ইমরাত, মোঃ রিপন জাতীয় দৈনিক দেশবার্তা  সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ১৪ দফা দাবি তুলে ধরেন। বিএমএসএফ বরগুনা জেলা কমিটির সভাপতি, জাহাঙ্গীর কবির বলেন, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দেশের মতো বরগুনাতে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে।