lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-19T18:46:19Z
ব্রেকিং নিউজ

সাতটি বাচ্চা রেখে নিখোঁজ বিড়াল, সন্ধান পেতে মালিকের মাইকিং

Advertisement


 

আমতলী (বরগুনা) প্রতিবেদক:

বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহর জুড়ে মাইকিং করেছেন মোঃ সানাউল্লাহ নামে এক যুবক। বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা থাকায় সেগুলোকে বাঁচাতে মা বিড়ালটির সন্ধানে তিনি এ মাইকিং করেন। 


শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে ওই বিড়ালটি হারিয়ে যায়। পরে রাত সাড়ে ৯ টার দিকে শহরের বিভিন্ন জায়গায় বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করা হয়।


এ সময় মাইকে বলা হয়, দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুল সংলগ্ন মোঃ শাহরিয়া নামে এক বাসিন্দার বাসা থেকে সাদা রং এর পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। ওই বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা রয়েছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে। আরও বলা হয়, শহরের কেউ যদি ওই বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে মালিক সানাউল্লাহর মোবাইল নম্বরে যোগাযোগ করুন। 

এদিকে বিড়ালের সন্ধান পেতে মাইকিং শুনে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আবার মাইকে প্রচার করা ফোন নম্বরে কল করে হাস্যরসও করছেন। তবে বিবেকের তাড়নায় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করছেন বলে জানিয়েছেন সানাউল্লাহ।   


মোঃ সানাউল্লাহ মোবাইল ফোনে বলেন, প্রায় দেড় বছর ধরে বিড়ালটিকে আমাদের বাসায় পুষে রেখেছিলাম। দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট-ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পর রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায়, মনে হচ্ছে কেউ ধরে আটকে রাখতে পারে। আর এ কারণেই বিড়ালটির সন্ধ্যান পেতে মাইকিং শুরু করেছি। যদি সন্ধান পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো বাঁচানো যাবে না।