শনিবার 12 জুলাই 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ মার্চ, ২০২৫
Last Updated 2025-03-01T16:19:42Z
অর্থ ও বানিজ্য

পাবনায় দূরন্ত কুরিয়ারের অফিস উদ্বোধন


  

Advertisement

আলমগীর কবীর হৃদয় (পাবনা):

আন্ত:জেলা ভিত্তিক কুরিয়ার দূরন্ত কুরিয়ার এর অফিস উদ্বোধন হয়েছে ১ মার্চ শনিবার সন্ধ্যায় সরকারি বালিকা বিদ্যালয় এর সামনে সমবায় মার্কেট এর দ্বিতীয় তলায়,দূরন্ত কুরিয়ার এর সত্তাধিকারী মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র'র বার্তা সম্পাদক কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ নবীর উদ্দিন, আই সি টি কেয়ার এর ব্যাবস্থাপনা পরিচালক রাহাত ইসলাম,পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসমা আক্তার খুকী, অল ইন ওয়ান এর চিফ এডমিন নাজনীন খান কেয়া, নাজনীন ফার্নিচারের ব্যাবস্থাপনা পরিচালক শান্ত ইসলাম,উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক মিম ফয়সাল, সাবরিনা আক্তার নীশি, উইমেন চেম্বার সদস্য সুমনা আক্তার প্রমুখ।