lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-17T10:36:27Z
ব্রেকিং নিউজ

পাবনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ শামসুর রহমান শিমুল বিশ্বাস

Advertisement





আলমগীর হুসাইন অর্থ,  পাবনা: অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ১০০ জন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাবনা সদর উপজেলার কুঠিপাড়া আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক পরিবারের পঙ্গু ও বিকলাঙ্গ শিশু-কিশোর এবং বৃদ্ধদের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগটি এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং কাতার চ্যারিটেবলের অর্থায়নে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা সভাপতি ডা. তসলিমুল আরেফিন রতন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আখিনুর ইসলাম রেমন, বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম এবং আহেদ আলী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান।

শিমুল বিশ্বাস বলেন, "মানবতার সেবা আমার জীবনের লক্ষ্য। গত দুই দশক ধরে আমি ও আমার পরিবার ব্যক্তি উদ্যোগে, ফাউন্ডেশনের মাধ্যমে এবং বৈদেশিক সহায়তা নিয়ে মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, অযুখানা, গরু-ছাগল, সেলাই মেশিন, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।"পরিশেষে অসুস্থ সকলের জন্য মোনাজাত করে আয়োজন শেষ হয়।