Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ কুরিয়ারের সেবার মান প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে উদ্বোধন করা হয়েছে 'স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের'। সারাদেশে একসাথে ৪৯৫ টি উপজেলার পাশাপাশি আটোয়ারী উপজেলাতেও নতুনভাবে সূচনা করা হলো স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের।
শুক্রবার (৯ মে) বিকালে আটোয়ারীর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের উদ্বোধন করা হয়। এসময় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ, স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের আটোয়ারী উপজেলা শাখার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল ইসলাম, তোড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফইজুল ইসলাম রয়েল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রমজান আলী, রাসেল রানা ও নুর নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের আটোয়ারী উপজেলা শাখার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল ইসলাম জানান, দেশের যেকোনো জায়গা থেকে পাঠানো আটোয়ারী উপজেলাবাসীর বিভিন্ন পার্সেল যত্ন ও দ্বায়িত্ব সহকারে তাদের হাতে তুলে দেওয়াটাই আমাদের মূল লক্ষ। কম খরচে এবং স্বল্প সময়ের মধ্যে আমরা গ্রাহকের পণ্য তাদের হাতে তুলে দিতে আমরা সদা প্রস্তুত।
তিনি আরো জানান, আজ সারাদেশে একসাথে ৪৯৫ টি উপজেলায় স্পীডফার্স্ট কুরিয়ার সার্ভিস উদ্বোধনের পাশাপাশি আমাদের আটোয়ারীতেও এর শুভ সূচনা হলো। আমাদের এখান থেকে সারাদেশের যেকোনো স্থান থেকে মানুষ কম খরচে পণ্য আনা-নেওয়া করতে পারবে। এই কুরিয়ার সার্ভিস উদ্বোধনের ফলে আটোয়ারী উপজেলার সাধারণ মানুষ সহ বিভিন্ন ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।