Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়ার মো. মহসিন মিয়া মধু বলেছেন, ‘রাজনীতি হলো মানুষের সেবা করা। আমরা মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।’ তিনি সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ‘বিনা লাভের বাজার’ এর দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। রমজান মাসকে সামনে রেখে শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা কঠোর। শ্রীমঙ্গলে ১০টি ভোজ্য তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে। অন্যরা অজুহাত দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে বাইরে বিক্রি করছে। শ্রীমঙ্গলের জনগণকে প্রয়োজনীয় তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করলে বাজারে কোনো সংকট থাকার কথা নয়। অথচ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া হবে না। আমাদের দেশে পবিত্র রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ বিশ্বের বিভিন্ন দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। এই সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার কার্যকর ভূমিকা রাখছে।’
মহসিন মিয়া মধু বলেন, ‘যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কেনা দামে এবং কিছু পণ্য উৎপাদন মূল্যে বিক্রি করছি। যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। আমাদের বিনা লাভের বাজারে পবিত্র রমজান মাসে খেজুরসহ ইফতারি সামগ্রী পাইকারি দামে বিক্রি করা হবে। পাঁচশো টাকার চা পাতা তিনশো টাকায় দেওয়া হবে।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, গোফরান আহমেদ মিছলু, কাজী এমদাদুল হক, মো. সেলিম মিয়া, কাজী আব্দুল গফুর, গোলাম হোসেন ভূট্টো, মোবারক হোসেন, পরিবহন শ্রমিক নেতা ময়না মিয়া, মিছির আলী, যুবদল নেতা আমিনুর রশিদ শিপু, ছাত্রদল নেতা আব্দুর রহমান খান পাশাসহ বিভিন্ন স্থরের দলীয় নেতৃবৃন্দ।