lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-16T11:35:13Z
মানববন্ধন

ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ ও মানববন্ধন কর্মসুচি পালিত

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ শিশুদের বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডোমারে শিশুপার্ক স্থাপনের দাবিতে অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে ডোমারবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন।



এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন  ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহাগ), ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা আফসানা ইয়াসমিন আশা, পৌর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাসানুর আলম রিমুন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-সদস্য সচিব রবিন হাসান, সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ।


ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে ডোমারের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ বলেন, ডোমারে শিশুপার্ক স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। রবিবার বিকালে ডোমার পৌর ভবনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।