Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যার বিচারের তদন্তে গাফিলতির প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় কলেজ ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার ১৮ মে সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল গেটের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন রামগড় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রাজু।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর এবং রামগড় কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মতিন।
বক্তারা অভিযোগ করেন, শহীদ শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে আসামিরা এখনও অধরা থেকে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
ছাত্রদল নেতৃবৃন্দরা আরো জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হলে এবং দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও রামগড় পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।