Advertisement
সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান ডেভিল হান্ট অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্ৰেপ্তার করা হয়।
গ্ৰেপ্তারকৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু, দেবীডুবা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফ, দন্ডপাল ইউনিয়নের ৩ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র রায় বলেন, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে যুবলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু ও দেবীডুবা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এবং দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ইয়াকুব আলীকে নির্বাচনী সহিংসতার মামলায় গ্ৰেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।