lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-28T12:13:22Z
মৃত্যু

মাদারীপুরে পা‌নি‌তে ডু‌বে দুই ভাইবো‌নের মৃত্যু

Advertisement


 

মীর ইমরান-মাদারীপুর প্রতি‌নি‌ধিঃ

মাদারীপু‌রের শিব‌চ‌রে পা‌নি‌তে ডু‌বে আপন দুই ভাইবোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 


 বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলার দত্তপাড়ার চরবাচামারা গ্রামে এই দূর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, উপ‌জেলার দত্তপাড়া চরবাচামারা গ্রা‌মের ম‌নোয়ার হোসে‌নের মে‌য়ে শাপলা(৭), তারই ছে‌লে র‌হিম(৫)।


পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, দুপু‌রে বা‌ড়ির পা‌শে খে‌ল‌তে যায় দুই ভাইবোন শাপলা ও র‌হিম। দীর্ঘক্ষন তা‌দের খোজ না পে‌য়ে। বা‌ড়ির পাশে পুকু‌রে খোজাখুজি ক‌রে। 

প্রায় আধঘন্টা পর দুইজন‌কে পুকু‌রে পানির নিচে থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার ক‌রে প‌রিবার ও স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব‌রত  চি‌কিৎসক দুজন‌কেই মৃত ঘোষনা ক‌রেন।


শিবচর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা: ত‌রিকুল ইসলাম জানান,পা‌নি‌তে ডু‌বে দুই ভাইবো‌নে মর‌দেহ নি‌য়ে প‌রিবা‌রের লোকজন আসে।হাসপাতা‌লে আনার আগেই তা‌দের মৃত্যু হয়েছে।