Advertisement
সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৩ টায় নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জি এম রুহুল আমিন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেলের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জসিম প্রামানিক, সহকারী শিক্ষক অখিল বন্ধু রায়, স্বপন চন্দ্র রায় প্রামানিক, মহাদেব রায় প্রমুখ।
স্মরণ সভার শেষে জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গান, কবিতা এবং অভিনয় করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।