Advertisement
আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি: ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমানের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে রাজিউর রহমান রুমি (একুশে টেলিভিশন ও মানবজমিন) মীর্জা আজাদ (পাবনার আলো), আখতারুজ্জামান আখতার (যুগান্তর), ও আহমেদ উল হক রানা (নিউজ ২৪)। সহ-সভাপতি পদে শফি ইসলাম (অর্থনীতি/ফ্রিলান্স), আবুল এহসান এলিচ (ইন্ডিপেন্ডেন্ট), ছিফাত রহমান সনম (ইছামতি), এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত) ও আব্দুল হামিদ খান (বাংলাদেশ টুডে)।
সম্পাদক পদে কামাল আহমেদ সিদ্দিকী (ফোকাস বাংলা ও দৈনিক বার্তা) জহুরুল ইসলাম (কালবেলা) ও কৃষ্ণ ভৌমিক (জনকণ্ঠ)। যুগ্ম-সম্পাদক পদে সরোয়ার মোর্শেদ উল্লাস (প্রথম আলো) ও মোখলেছুর রহমান খান বিপ্লব (ইছামতি), অর্থ-সম্পাদক পদে কাজী মাহবুব মোর্শেদ বাবলা (বিবৃতি) ও আবুল কালাম আজাদ (আরটিভি)। ক্রীড়া সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান রাসেল (৭১ টিভি) ও ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি)। কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টিভি) ও সৈয়দ আকতারুজ্জামান রুমি(ঢাকা প্রতিদিন)।
নির্বাহী সদস্য পদে আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, সুশীল কুমার তরফদার, নরেশ মধু (অবজারভার), কানু সান্যাল (বাংলাদেশ পোষ্ট), জি কে সাদী, আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), এস এম মাহবুব আলম (দৈনিক সিনসা), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহিনুর রহমান (চ্যানেল ২৪), আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন) ও মিজানুর রহমান (বৈশাখী টিভি)।
মীর্জা আজাদ-জহুরুল ইসলামের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকিরা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনে ৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, আগের কমিটির সভাপতি-সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য থাকবেন নির্বাচিত কমিটিতে এবং ১৭টি পদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল (দৈনিক বিবৃতি) এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন (মর্নিং টাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৫টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


