lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-24T12:23:32Z
সারাদেশ

তাপদাহে পুড়ছে পোরশা বাসি - BD Prokash

Advertisement


ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ 


তাপদাহে  পোরশা উপজেলার জনজীবন বিপর্যস্ত রাস্তাঘাট মাঠ যেন জনশূন্য। খেটে খাওয়া মানুষদের জীবিকা যেন বন্ধের পথে। 



আজ বুধবার পোরশা উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে এসে দেখা যায়, বরেন্দ্রভূমি ফেটে চচির। মাঠে ঘাটে নেই কোন শ্রমিক।  প্রচন্ড তাপদাহে বের হতে পারছে না মানুষ প্রচন্ড দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। 



রাস্তায় তাকালে দেখা যায় না পথচারী। মাঠে নেই শ্রমিক। প্রচন্ড গরমে বাড়িতেও নেই কোন শান্তি। 



নওগার বদলগাছি আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর বলছেন আগামী বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা কমলেও পর দিন থেকে তাপমাত্রা আরও বাড়বে।



আজ পোরশায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ডিগ্রী সে:। মসজিদে মসজিদে পানির জন্য দোয়া করা হচ্ছে। এলাকার কিছু কিছু নলকূপে পাওয়া যাচ্ছে না পানি।