lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-27T03:44:57Z
সারাদেশ

তীব্র তাপদহে পথচারীদের মাঝে চেয়ারম্যান পদপ্রার্থী লিটু শরীফের খাবার স্যালাইল,পানি বিতরণ - BD Prokash

Advertisement


সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :


তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস, তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন যখন নাভিশ্বাস অবস্থা তখনই তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন  আসন্ন বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য, বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু। 



 শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সহস্রাইল  বাজারের চৌরাস্তা, ব্যসপুর রোড, কালীনগর রোড, কাঁচাবাজারে সাধারন পথচারী, দিনমজুর, ভ্যানচালক, বাসচালক, কাঁচাবাজার ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন বিতরণ করেন।



শরীফ মো.সেলিমুজ্জামান লিটু শরীফ বলেন তীব্র তাপদহে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মানবিক দৃষ্টিকোন থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আশাকরি এই গরমে সাময়িক সময়ের জন্য হলেও মানুষ স্বস্তি পাবে। 



 এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম উপজেলা যুবলীগের সদস্য ইমরুল চৌধরী,অহিদ মেম্বার,ফরিদ মিয়া,গালিভ মিয়া,রেজা, নয়ন বিশ্বাসসহ নেতৃবৃন্দ।