lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-27T03:20:30Z
ধর্মীয় উৎসব

চাটমোহরে গুনাইগাছা চড়ক পূজা অনুষ্ঠিত

Advertisement


 

এস এ মারুফ,চাটমোহর:

পাবনার চাটমোহরে গুনাইগাছা ২১৪বছরের ঐতিহ্যবাহী চড়কবাড়ি মন্দিরে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শ্রীশ্রী মহাদেব ও চড়ক পূজা। আগামীকাল শনিবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। মূল সন্যাসী শ্রী বিশ্বনাথ দে জানান, চড়ক পূজার মধ্য ছিল সকল জীবের কল্যাণে প্রার্থনা, ভোগের হাজরা, হাজরা, ভরন, শিবকালী নেত্যৃ, নিমাই নাচ ও পূজা অর্চেনা। 


মন্দিরের সভাপতি শ্রী হারাধন দাস বলেন, বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে। 



গুনাইগাছা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মন্দিরে সাধারণ শ্রী রিপন কুমার দে জানায়, ২১৪ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী মহাদেব ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। সকল জীবের কল্যাণের স্বার্থে এই পূজা অনুষ্ঠিত হয়।