Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাও সাইফুর রহমান।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে ভোট প্রদান শুরু হয় চলে বিকাল -৪ টা পর্যন্ত। ভোটারদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান কার্যক্রম চলে।
এতে মাও সাইফুর রহমান মোমবাতি মার্কায় -১১৮ টি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী নুর আহমদ ছাতা মার্কায় পেয়েছেন ৭৬ টি ভোট।