lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-24T12:50:42Z
উপজেলা পরিষদ নির্বাচন

আমতলী সদর ইউপি নির্বাচনে শেষ সময়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা, জরিপে এগিয়ে মোতাহার - BD Prokash

Advertisement

 

এইচ এম রাসেল, বরগুনা প্রতিনিধি:


আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর মাত্র ২ দিন বাকী । শেষ প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্ধিতা করলেও তিন প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আবুল বাশার নয়ন মৃধা একটি হত্যা মামলায় জেল হাজতে থাকায় তার স্বজনরা প্রচার প্রচারনা চালাচ্ছেন। জরিপে এগিয়ে মোতাহার দ্বিতীয় অবস্থানে জাহিদুল ইসলাম মিঠু। 



জানাগেছে,  আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ এপ্রিল। নির্বাচনের বাকী আর মাত্র দুই দিন। ৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বেশ প্রচারনায় আছেন মোতাহার উদ্দিন মৃধা (ঘোড়া), জাহিদুল ইসলাম মিঠু মৃধা (মোটর সাইকেল), আবুল বাশার নয়ন মৃধা (অটোরিকসা)। তবে এ তিন প্রার্থীর মধ্যে মোতাহার উদ্দিন মৃধা প্রচারনায় এগিয়ে রয়েছেন। ইউনিয়নের সর্বত্রই তার প্রচারনা তুঙ্গে। জাহিদুল ইসলাম মিঠু মৃধার প্রচারনা অঞ্চলভিত্তিক। আবুল বাশার নয়ন মৃধা তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোতাহার মৃধার সমর্থক হীরণ গাজী হত্যা মামলায় জেল হাজতে থাকায় তার স্বজনরা প্রচারনা চালাচ্ছেন। এ তিন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে হত্যা মামলায় জেল হাজতে থাকায় নয়ন মৃধার প্রতি কিছু ভোটারদের সহানুভুতি তৈরি হয়েছে।  



বুধবার সরেজমিনে ২১ জন ভোটারদের সঙ্গে কথা বলে জানাগেছে,  ৯ জন ভোটার মোতাহার উদ্দিন মৃধার পক্ষে, ৮ জন ভোটার জাহিদুল ইসলাম মিঠু মৃধার পক্ষে এবং ৪ ভোটার আবুল বাশার নয়ন মৃধার পক্ষে মত দিয়েছেন।



বান্দ্রা এলাকার ভোটার সোহরাফ হোসেন ও কামরুজ্জামান মিন্টু বলেন, মোতাহার উদ্দিন মৃধা গত ১৩ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাধে ইউনিয়নের সর্বত্রই তার ভোট ব্যাংক রয়েছে। ওই হিসেবে তিনি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।



ইসলামপুর গ্রামের ইমাম খলিল হাওলাদার, মিরাজ,মহসিন হাওলাদার, আশ্রাফ আলী, বাসার মুন্সি, দুলাল মোল্লা বলেন, মোতাহার উদ্দিন মৃধা ও জাহিদুল ইসলাম মিঠুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।  



সেকান্দার খালী গ্রামের ইউসুফ হাওলাদার বলেন, জাহিদুল ইসলাম মিঠু মৃধা ও মোতাহার উদ্দিন মৃধার মধ্যে ভোট যুদ্ধ হবে।  



ছোটনীলগঞ্জ গ্রামের শানু মিয়া ও আমানুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম মিঠু ও মোতাহার উদ্দিন মৃধার মধ্যে ভোটের লড়াই হবে। কে জয়লাভ করে বলা মুসকিল?



মাইঠা গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও সোহেল প্যাদা বলেন, জাহিদুল ইসলাম মিঠু ও আবুল বাশার নয়ন মৃধার মধ্যে তুমুল ভোট যুদ্ধ হবে। এই দুইজনের একজন জয়লাভ করবে।



শারিখখালী গ্রামের মোশাররফ ফরাজী, জব্বার মিয়া বলেন, মোতাহার, মিঠু ও নয়ন তিন জনই সমানে সমান। কে জয়লাভ করে বলা যাবে না?



মহিষডাঙ্গা এলাকার হারুন মিয়া ও লিটন মুন্সি বলেন মোহাতার উদ্দিন মৃধা ও জাহিদুল ইসলাম মিঠুর মধ্যে যে কেউ একজন চেয়ারম্যান হবে। 



আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, সুষ্ঠু নির্বাচন করতেই সকল পদক্ষেপ নেয়া হয়েছে। যে প্রার্থী ও তার সমর্থক নির্বাচনী পরিবেশ বিঘিœত করবে তার বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ থাকবে।