lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৭ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-27T11:03:07Z
ধর্ম

নাগেশ্বরীতে পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার পার্টি

Advertisement


 

মিজানুর রহমান মিন্টু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী পুলিশ প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৬মার্চ নাগেশ্বরী থানা হলরুমে থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের আয়োজনে ও অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজের তত্ত্বাবধানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।


ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম), নাগেশ্বরী প্রেসক্লাব, প্রেসক্লাব নাগেশ্বরী, রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরীর সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত সাংবাদিকদের সাথে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ও অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক আলোচনায় প্রত্যাশিত সহযোগিতা কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর ও সাধারণ সম্পাদক এশিয়ার টিভির নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু এবং প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, আনন্দ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মজিবর রহমান, খলিলুর রহমান, মোসলেম উদ্দিন ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক গোলাম মাওলা সিরাজ এবং রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মতি।


আরো সংবাদকর্মী উপস্থিত ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, হাফিজুর রহমান হৃদয়, লতিফুর রহমান লিংকন, শেখ নুর ইসলাম, জাহাঙ্গীর আলম বেনজু, হরেন্দ্র নাথ বর্মন বাবু, আমানুল্লাহ আমান মাওলা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। ইফতারের পূর্বে দোয়া মোনাজাতে দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।