lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
Last Updated 2024-03-31T07:40:22Z
সারাদেশ

পঞ্চগড়ে মানবসেবার ফেরিওয়ালা কাজী আল তারিক - BD Prokash

Advertisement


আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:


পঞ্চগড়ে সর্বদা জখন মানবসেবার ফেরিওয়ালা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, তখন পঞ্চগড়ে তার জুরি মিলানো ভার। 



কেননা কাজী আল তারিক,এর স্বভাব চরিত্র ও তার গুনাবলি সর্ব স্তরের মানুষের মনে অটুল বন্ধণে বাধা। তাই পঞ্চগড়ের মানুষ বার বার পঞ্চগড় সদর উপজেলায় মানবসেবার ফেরিওয়ালা কাজী আল তারিকনকেই দেখতে চায়। 



পঞ্চগড় পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়ন ঘুরে জানাগেছে এবারেও মানুষের মুখে মুখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি, কাজী আল তারিক এর কথা। 



পঞ্চগড়ের প্রায় মানুষের কাছ থেকে জানা যায় দেশে যখন মোহামারি কোরোনা ভাইরাস এর সময় সাধারণ খেটে খাওয়া কর্মহীন মানুষের  জন্য নিজের অর্থায়নে ব্যাপক অর্থ ব্যায় করে সুখ-দুঃখে অভিভাবক এর মত পাশে ছিলেন এই মানবসেবার ফেরিওয়ালা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক তাই পঞ্চগড় সদর উপজেলা পরিষদে কাজী আল তারিক, ছাড়া অন্য কাউকে ভাবতে পারেনা মানুষ।



শুধু তাই নয় মানুষের আপদে বিপদের কথা শুনলে সেখানে হাজির হয়ে জান ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক। তাই মানুষ বলেছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক এর জুড়ি নেই।