lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
Last Updated 2024-01-19T14:27:15Z
সারাদেশ

মাদারগঞ্জে বীর পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

Advertisement


আকন্দ সোহাগ


জামালপুরের মাদারগঞ্জে বীর পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পর আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ কমান্ডের এর আয়োজনে বালিজুড়ি বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ কমান্ডের সভাপতি প্রভাষক গোলাম জাকারিয়া,বীর পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছোট ছেলে বিশিষ্ট ঠিকাদার আল মামুন রাশেদ, ভাতিজা নুর ইসলাম উজ্জল প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা বেলি,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ কমান্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বিশিষ্ট ঠিকাদার স্বপন আল মুরাদ, সহ অনেকে উপস্থিত ছিলেন।  বীর পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ১৯৫৪ সালের ২৪ ফেব্রুয়ারী উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী এলাকার মৃত আব্দুল কুদ্দুস মণ্ডল ও পুশি বেগম দম্পতি ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৯৮ সালে পুলিশের চাকুরি থেকে অবসর গ্রহণের পর বালিজুড়ি বাজারে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। সেই সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেন। দায়িত্ব পালন করেন বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ সম্পাদকের। ২০০৮ সালের  আজকের এই দিনে বালিজুড়ি পালপাড়া তার নিজ বাসায় মারা যান।