lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
Last Updated 2024-01-19T16:35:26Z
ধর্ম

পলাশবাড়ী ইজতেমার দ্বিতীয় দিনে হাজারো মুসুল্লির জুমার নামাজ আদায়

Advertisement


আশরাফুল ইসলাম গাইবান্ধা :


হাজার হাজার মুসল্লির অংশ গ্রহনে গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ। এর আগে গতকাল ১৮ জানুয়ারী বৃহস্পতিবার  ফজর নামাজ পর ভারত থেকে আগত মাওলানা মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান-এর আম বয়ানের মধ্যদিয়ে জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের উদ্যোগে তিনদিন ব্যাপী এবারের জেলা ইজতেমা পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকার ইটভাটা চত্বরের বিস্তীর্ণ ফসলের খালি মাঠ জুড়ে শুরু হয়েছে। এতে গাইবান্ধা জেলা এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা সমূহ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে এসে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করছেন। ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করছেন। বিশ জানুয়ারী শনিবার  দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম সম্পন্ন হবে। তিনদিনের ইজতেমায় ইসলামী জীবন বিধান-ধর্মীয় আলোকে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি,শান্তি ও ঐক্যসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় বয়ান পেশ করবেন ভারত থেকে আগত মাওলানা. মুরুব্বী মোহাম্মাদ হেদায়েত হোসেন খান, ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন ও মুফতি মাওলানা আজিজসহ অন্যান্যরা। 



জেলা ইজতেমা মাঠ এলাকাজুড়ে বিশাল সামিয়ানায় সমবেত মুসল্লিদের থাকার ব্যবস্থাসহ অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ইজতেমাস্থল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ-নির্বিঘ্নসহ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষে সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা পুলিশ ও জেলা প্রশাসন। প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিক পুলিশি নিরাপত্তায় কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবারের ইজতেমায় জেলা-উপজেলা ছাড়াও ভারত, শ্রীলংকা, কেনিয়া ও উগান্ডা থেকে মুসল্লীরা অংশ গ্রহণ করেছেন।



তিনদিন ব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিন আজ ১৯ জানুয়ারী শুক্রবার জেলা তাবলীগ জামাত , আগত তাবলীগ জামাতের মেহমানগণ ও জেলার হাজার হাজার মুসল্লির এক সাথে জুম্মার নামাজ আদায় করেন গাইবান্ধার সদর আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহ সরোয়ার কবির,জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন,গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী কামরুল হাসান , পলাশবাড়ী উপজেলা চেযারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, সদর থানা অফিসার ইনর্চাজ মাসুদ রানা, পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,স্থানীয় জনপ্রতিনিধিগণ, জেলা গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  



জেলা পুলিশের চৌকস ও কঠোর তদারকিতে ধর্মীয় ভাব - গাম্ভিয্যের সহিত শান্তিপূর্ন পরিবেশে পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় জেলা সর্বসাধারন মানুষ ও আগত মুসল্লিদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় তিনি আগামী দিনে সকলের সহযোগীতায় জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।