lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
Last Updated 2024-01-19T13:38:49Z
আইন ও অপরাধ

বোদা থানার বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন আসামি গ্রেফতার

Advertisement


 

 আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:-

 পঞ্চগড় ১৯ জানুয়ারি বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত  ৫ জন আসামিকে আটক করা হয়। 


পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা পিপিএম ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লার দিকনির্দেশনায় বোদা থানা, পঞ্চগড় এর অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু বকর সিদ্দিক সরকার, এসআই (নিরস্ত্র) মোঃ নূরল হক, এসআই (নিরস্ত্র) মানিক চন্দ্র রায়, এএসআই (নিরস্ত্র) মোঃ আবু সুফিয়ান, এএসআই (নিরস্ত্র) বিষ্টু চন্দ্র রায় সহ বোদা থানার চৌকস দল অভিযান পরিচালনা করে, 

এবং আসামিদের কে  বিজ্ঞ আদালতের সিআর মামলা নং-৭৫৫/২১ এর আসামি 

১)মোঃ আমিরুল হক (৫০), পিতা- মৃত সেরাজুল হক, ২) মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা- মৃত সেরাজুল ইসলাম, ৩) মোঃ আপন (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ৪)

মোঃ আঃ মজিদ (৩৫), পিতা- মৃত সেরাজুল ইসলাম, সকলের সাং- ঝাকুয়াপাড়া, থানা-বোদা, জেলা পঞ্চগড়, সিআর মামলা নং-৩৬৪/২৩ এর আসামি ৫) মোঃ জব্বারুল ইসলাম, পিতা-মৃত আফাজ উদ্দীন, সাং- আমতলা কাজীপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়। আটকৃত আসামিদের কে অদ্য ১৯/০১/২০২৪ খ্রিঃ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 


এ বিষয়ে বোদা থানা  অফিসার ইনচার্জ  মোজাম্মেল হক বলেন বোদা থানা পুলিশের বিশেষ অভিযান সর্বদায় চলমান থাকবে।