Advertisement
জহিরুল ইসলাম, যশোর সংবাদদাতা:-
ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীতে বিজয় দিবসে আনুমানিক তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার হচ্ছে দেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার। বিষয়টি বাংলাদেশ প্রকাশকে নিশ্চিত করেছেন যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন বিজয় দিবস উপলক্ষে গত ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সকাল পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। গদখালীর ফুল সেক্টর থেকে এ বছর প্রায় ১১ ধরনের ফুল বাজারে উঠে ছিল।
তিনি আরও জানান, এ বছর ফুলের দাম অনেক ভালো ছিল। কৃষকরা ভালো দামে ফুল বিক্রি করতে পেরে অনেকটাই খুশি। সামনে নতুন বছর, বড়দিন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে এ অঞ্চলে কৃষকেরা প্রস্তুতি নিচ্ছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে প্রায় ১০০ কোটি টাকার ফুল এ মৌসুমে বিক্রি করা যাবে বলে আমরা আশা করছি। এবছর প্রকার ভেদে গোলাপ ফুল বিক্রি হয়েছে প্রতি পিছ ৮ থেকে ১৪ টাকা, গ্লাডিওলাস প্রকারভেদে ১৬ থেকে ২৮ টাকা, এরকম সব ফুলের বাজার অনেক ভালো, চাষীরাও খুব খুশি।
কৃষি বিভাগের তথ্য মতে যশোর অঞ্চলের দেড় হাজার হেক্টর জমিতে প্রায় ১১ ধরনের ফুলের চাষ হয়। দেশের মোট চাহিদার ৭০ শতাংশ ফুল গদখালী থেকে সরবরাহ করা হয়।