Advertisement
পাবিপ্রবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য `স্বাধীনতা চত্বরে' ছাত্রলীগ নেতাকর্মীরা এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।