lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-16T13:44:08Z
সাহিত্য

স্বাধীনতা

Advertisement


      কেএম মাসুম বিল্লাহ্


স্বাধীন স্বাধীন বলছি মুখে

বুক ফেটে যায় দুঃখে,

স্বাধীন দেশে জন্ম নিয়েও

রইলামনা কেন সুখে?

চাল কিনার পর নুন কিনতে

পকেট থাকে ফাঁকা,

সুদের টাকায় জীবনযাপন

চলে সংসার চাকা।

অফিস আদালত যেখানে যাই

কাজের আগেই ঘুষ,

ঘুষ না দিলে কাজ হবেনা

বাতায়ে দেয় হুশ।

স্বাধীনতা কি একেই বলে? 

নাকি অন্য রকম,

কি করে বুঝবো দেখেনি আমি

পরাধীনতার জীবন।

শুনছি তবে সে সময় কালে

ছিলো শাসনে শোষণ,

তবে কি এখন পাচ্ছি সদা

স্বাধীনতায় সুশাসন?