Advertisement
কেএম মাসুম বিল্লাহ্
স্বাধীন স্বাধীন বলছি মুখে
বুক ফেটে যায় দুঃখে,
স্বাধীন দেশে জন্ম নিয়েও
রইলামনা কেন সুখে?
চাল কিনার পর নুন কিনতে
পকেট থাকে ফাঁকা,
সুদের টাকায় জীবনযাপন
চলে সংসার চাকা।
অফিস আদালত যেখানে যাই
কাজের আগেই ঘুষ,
ঘুষ না দিলে কাজ হবেনা
বাতায়ে দেয় হুশ।
স্বাধীনতা কি একেই বলে?
নাকি অন্য রকম,
কি করে বুঝবো দেখেনি আমি
পরাধীনতার জীবন।
শুনছি তবে সে সময় কালে
ছিলো শাসনে শোষণ,
তবে কি এখন পাচ্ছি সদা
স্বাধীনতায় সুশাসন?