lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-16T13:51:02Z
বিজয় দিবস

ঝিনাইগাতীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

Advertisement


 

মোঃ আরিফুল ইসলাম  , শেরপুর জেলা প্রতিনিধি : 

নানা আয়োজনের মধ্যেদিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার প্রত্যুষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্তরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয়। 


 সকাল  আট টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, ওসি বছির আহমেদ বাদল। পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনছার সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদে কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরত সহ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে আনুষ্ঠানিক ভাবে মুক্তিযোদ্ধের সন্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসন। 


উক্ত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আ''লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।