lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-16T18:05:50Z
আইন ও অপরাধ

পঞ্চগড় বোদা থানার বিশেষ অভিযানে ২০০ পিস মাদকদ্রব্য সহ আটক ১

Advertisement


পঞ্চগড় জেলা প্রতিনিধি, 


পঞ্চগড় বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে বোদা থানার পুলিশ। 



শনিবার ১৬ ডিসেম্বর  পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার  জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এস আই মো:আব্দুস সালাম এর নেতৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ নং বড়শশী ইউনিয়নের আরাজি মারিয়া সরকার পাড়া জামে মসজিদের সামনে ভাউলাগঞ্জ বাজার হতে বগদুলঝুলা বাজারগামী পাকা রাস্তার উপর হতে  ২০০ পিস ট্যাপেন্ডাডল মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী   সবুজ  আলী(২৪), কে আটক করেছে বোদা থানার পুলিশ। 



জানা যায় যে সামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ তোতা মিয়ার পুত্র সবুজ আলী, দীর্ঘদিন থেকেই মাদকের ব্যবসা কয়ে আসছিল এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদকসহ আটক করা হয়। 



আসামির সবুজ এর  বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৩, তারিখ ১৬/১২/২৩, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৯(ক)রুজু করা হয়। 



এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক  বলেন মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।