Advertisement
মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার প্রথম প্রহরে সারিয়াকান্দি পাবলিক মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এছাড়াও সকাল ৬.১০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পন করেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ রবিউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক বৃন্দ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা, সামাজিক, এনজিও প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন। পুষ্পাবক অর্পণ শেষে সকাল ৮.২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, বাদল দল, রোভা স্কাউটস, গার্লস গাইড, উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু- কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ শেষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।