lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-16T12:40:21Z
বিজয় দিবস

কচুয়ায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত

Advertisement


 


সূর্য্য চক্রবর্তী(বাগেরহাট)প্রতিনিধি:-

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৩।রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বেসরকারি স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৯টায় কচুয়া উপজেলা পরিষদের সামনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনে নেতাকর্মী সহ সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তারা।এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এবং ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তীতে সকাল ১১টায় কচুয়া সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার রাখী ব্যার্নাজী,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম,মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ,অবসর প্রাপ্ত শিক্ষক সমির বরন পাইক সহ কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।


এদিন পুলিশ,আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।বিকাল ২ টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।