lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-28T18:21:12Z
সংসদ নির্বাচন

ঠাকুরগাঁও -১ আসনের স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন আবার তাহমিনা আখতার মোল্লা

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ:

 ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থীতা ফিরে পেয়েছেন আবার  তাহমিনা আখতার মোল্লা। রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি শেষে তাকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লা বলেন, দীর্ঘ ২৪ দিন আইনি লড়াইয়ের পরে প্রার্থিতা ফিরে পেয়েছি। প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর থেকে লড়াই করছি। আমি আশাবাদী ছিলাম, শেষ পর্যন্ত আমার জয় হলো। তিনি বলেন, আমি প্রতীক হিসেবে ঈগল প্রতীক চেয়েছি। আমার বিশ্বাস ঠাকুরগাঁও- ১ আসনের  মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আমি দোয়া চাই, সবাই যেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেন। প্রসঙ্গত, ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক পার্সেন্ট ভোটারের সমর্থন কম দেখানোর অভিযোগে তাহমিনার মনোনয়নপত্র বাতিল করে দেয়।