lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-28T18:27:44Z
নির্বাচনী প্রচারণা

পঞ্চগড় তেতুলিয়ায় নৌকা মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত

Advertisement


 

আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:-

তেতুলিয়া আওয়ামীলীগের আয়োজনে পঞ্চগড় -১ আসনের নৌকা মার্কার নির্বাচনীয় প্রচারণার এক বিশাল জনসভা অনুষ্ঠিত। 


 বৃহস্পতিবার (২৮) ডিসেম্বর তেতুলিয়া বাজারের  চৌরাস্তায় তেতুলিয়া আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল জনসভা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির  সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। তিনি  বলেন ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সঠিক ও যোগ্য লোককে নৌকার প্রতীক দেওয়ার জন্য। সেই সাথে আরোও বলেন সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিধাদ্বন্দ ভুলে সকলকেই নাঈমুজ্জামান ভূঁইয়া তথা নৌকা মার্কার হয়ে কাজ করতে হবে। 



এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,সাবেক সংসদ সদস্য মোছা; ফরিদা আক্তার হিরা, জেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি  আবু তোয়াবুর  রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সরোয়ার বকুল সহ আওয়ামী লীগের সকল অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই জনসভায় অংশগ্রহণ  করেন।


জনসভাটিতে উপস্থিত ছিলেন এবার পঞ্চগড় -১ আসনের নৌকা প্রত্যাশী নাঈমুজ্জামান ভূঁইয়া,  থানা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, সহ-সভাপতি জুলফিকার আলী,  আব্দুল বাছেত,আব্দুল হাকিম, শওকত আলী, আতাউর রহমান, রেজাউল করিম বিপ্লব প্রমুখ।