lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-28T18:17:48Z
উঠান বৈঠক

সালথার গট্টিতে নৌকার উঠান বৈঠক জনসমূদ্রে পরিনত

Advertisement


 

বিধান মন্ডল  (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক জনসমূদ্রে পরিনত হয়েছে। 


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় মিয়ারগট্টি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়ার বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


আওয়ামী লীগ নেতা খন্দকার সাইদুর রহমান মাসুমের  সভাপতিত্বে নৌকার নির্বাচনী উঠান বৈঠকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। 


আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুল ইসলাম মুনান, খোরশেদ খান, হাবিব মাতুব্বর, শাহজাহান খান, মজিবর মাতুব্বর, মুন্নু মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমূখ। 


এসময় ইউনিয়নের হাজার হাজার নৌকার কর্মী ও  সমর্থক উপস্থিত ছিলেন।


উঠান বৈঠক লাবু চৌধুরী বলেন,   নৌকা মার্কা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা। নৌকা মার্কা  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা। নৌকার মার্কা উন্নয়নের মার্কা। নৌকা মার্কায় ভোট দিলে দেশে শান্তি বিরাজ করবে। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট কামনা করেন।


এর আগে তিনি নগরকান্দা উপজেলা তালমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন।