Advertisement
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নগর মাদেখা নয়া হাট বাজারের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গত ১৫ ই ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক দশ টায় এই দূর্ঘটনা টি ঘটে।
স্থানীয়রা জানান, দুই টি মাটি ভর্তি টলি বাহাদুর বাজারের দিক থেকে খুব জোর গতিতে নয়া হাটের দিকে যাচ্ছিল এবং মটর সাইকেল আরহী রাশেদুল ইসলাম (হৃদয়) ২৪ দেবীগঞ্জ শশুর বাড়ি থেকে গড়েয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে নয়া হাট পার হয়ে স- মিলের সামনে মাটি ভর্তি টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে (হৃদয়) মটর সাইকেল সহ মাটিতে পরে যায়। পিছনে থাকা আরেকটি টলি (হৃদয়)এর গলা ও বুকের উপর দিয়ে উঠিয়ে দেয়। সকাল বেলা রাস্তায় লোকজন না থাকায় অপ্রাপ্ত বয়স্ক টলি চালক দুই জন দ্রুত ঘটনা স্থল থেকে টলি সহ পালিয়ে যায় । তবে টলি গুলো একটি ইট ভাটার মাটি বহন করছিল বলে জানান।
মৃত রাশেদুল ইসলাম হৃদয় গড়েয়া গোপালপুর গ্রামের ঢাকাইয়া পাড়া নিবাসী মোঃ মামুন ইসলামের বড় ছেলে। স্থানীয়রা ঘটনা টি দেবীগঞ্জ থানায় খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল করে তার পরিবার কাছে লাশ হস্তান্তর করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.নজরুল ইসলাম ঘটনার সত্যতানিশ্চিত করে বলেন,আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।