lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-17T11:06:25Z
বিজয় দিবস

খোরশেদ আলী প্রাইমারি স্কুলের বিজয় দিবস পালন

Advertisement


 

আলমগীর কবীর হৃদয় (জেলা প্রতিনিধি পাবনা):-

দেশের ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে পাবনার ভবানীপুর গ্রামে খোরশেদ আলী প্রাইমারি স্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়।উক্ত স্কুলে মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায়,প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারপর সমবেত জাতীয় সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্র ছাত্রী অতিথি ও শিক্ষক শিক্ষিকা গন, জাতীয় সংগীত পরিবেশনের পর বাংলাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের পর অনুষ্ঠানের অতিথি ও শিক্ষক শিক্ষিকা আসন গ্রহণ করে। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেরিন ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, সেই বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার খুব কাছে পৌছে গেছি আমরা,তাই মুক্তিযুদ্ধের চেতনা কে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে দেশ গঠনে। ছাত্র ছাত্রী দের বলেন কে বলতে পারে আগামীতে তোমাদের মধ্যে থেকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দক্ষ প্রধানমন্রী পাবো না, তোমরাও একদিন দেশ পরিচালনা করবে সেজন্য লেখাপড়ায় বিশেষ মনোযোগী হতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী,মোঃ নাছিরুল হাসান, মোঃ আব্দুল সালাম, খোরশেদ আলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম এর সভাপতিত্বে ও স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল অবঃ ডাঃ রবিউল হোসেন এর সার্বিক নির্দেশনায় অত্র স্কুলের আবৃত্তি শিক্ষক আলমগীর কবীর হৃদয় এর পরিকল্পনা ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাম্মী আকতার রীতা, সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, স্বর্ণা খাতুন,মনিরা আক্তার ও সঙ্গীত শিক্ষক মনজু আরা ইয়াসমিন নীলিমা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সমবেত বিজয়ের গান পরিবেশন,মুক্তিযুদ্ধের সময়কাল ও বিজয় দিবস বিষয়ে বিষদ আলোচনা,আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। 

অনুষ্ঠান সভাপতির বক্তব্য প্রদান এবং সমাপ্তি ঘোষণা।