lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-26T14:22:49Z
আইন ও অপরাধ

রায়পুরায় ঐতিহ্যবাহী সরকারি খাসবিলে অবৈধ বালু ভরাটে'র মহোৎসব

Advertisement


শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :


নরসিংদীর রায়পুরা উপজেলার দূর্গম শ্রীনগর ইউনিয়নে ভেলুয়ারচর গ্রামে সরকারি খাস বিল জোরপূর্বক দখল করার জন্য অবৈধ বালু ভরাটে মহোৎসব কতিপয় প্রভাবশালী ফরিদ মেম্বারের নেতৃত্বে হবি মিয়া,মাইনুদ্দিন,সিদ্দিকুর রহমান ও শাহজাহানসহ আরও গংরা।



সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা নদী ভাঙ্গনের কবলিত ও দূর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে একটি ঐতিহ্যবাহী সরকারি খাসবিল উপজেলা প্রশাসনকে অমান্য করে অবৈধ বালু ভরাট করে জোরপূর্বক দখল করার অ-প্রচেষ্টা চালাচ্ছে। 



স্থানীয় এলাকাবাসীরা জানান,সরকারি খাসবিল একটি ঐতিহ্যবাহী পুরানো বিল।বেশকিছুদিন ধরে অবৈধ বালু ভরাট করে জোরপূর্বক দখল করার অ-প্রচেষ্টা চালাচ্ছে।উপজেলা প্রশাসন কিছুদিন পূর্বে  সরকারি নোটিশ ও লাল প্রতীক পতাকা নির্ধারণ করে দেন। কিন্তু  এখন অমান্য করে অবৈধ বালু ভরাটে মহোৎসব চালাচ্ছে।



স্থানীয়দের দাবী এই ঐতিহ্যবাহী সরকারি খাসবিল বিলুপ্ত না করার জোর দাবী জানায়।উপজেলা প্রশাসনের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সুদৃষ্টি কামনা জানান।