lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-17T08:59:51Z
আবহাওয়াজাতীয়

মিধিলি'র প্রভাবে বরগুনায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। জলোচ্ছ্বাস হলে জেলার দ্বীপ-চরগুলো প্লাবিত হতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য জানানো হয়। এর আগে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় মিধিলি'র প্রভাবে উপকূলীয় জেলা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। জলোচ্ছ্বাসে এসব অঞ্চল প্লাবিত হতে পারে।