Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
নতুন কারিকুলামে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে আলোচনা ও বার্ষিক অভিভাবক সমাবেশের আয়োজন করেছে দোয়ারাবাজার উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আল মদিনা একাডেমির ক্যাম্পাসে একাডেমি কতৃর্ক আয়োজিত শিক্ষার্থীদের নতুন কারিকুলামে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন একাডেমির অভিভাবক সদস্য আলহাজ্ব আতাউর রহমান।
এতে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক রফিকুর রহমান,অভিভাবক আব্দুল হক,হাবিবুর রহমান,জালাল উদ্দিন,আমিনুল ইসলাম,আবিদ রনি,ইসমাঈল হোসাইন সানী,রিয়াজুল ইসলাম, পুরুষ -মহিলা অভিভাবকসহ একাডেমির শিক্ষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক গোলাম সামদানী সুমন।
সভায় একাডেমির পরিচালক রফিকুর রহমান বলেন,ভবিষ্যতে দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সাথে খাপ খাওয়াতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই মুখস্থ করার পারদর্শী নাগরিক তৈরী করলে চলবে না। আমাদের এমন নাগরিক দরকার যে পাঠ্য বিষয়বস্তু সক্রিয় শিখনের মাধ্যমে অনুধাবন করে আত্মস্থ করবে যেন তা পরে প্রয়োজন মতো প্রয়োগ করতে পারে এবং হাতে কলমে কাজ শিখে দক্ষ নাগরিক হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের হতে হবে দেশ প্রেমিক কিন্তু বিশ্ব নাগরিক, প্রতিযোগিতার বদলে সহযোগিতা করতে পারদর্শী এবং পরিবর্তনের সাথে নিজের যোগ্যতার রূপান্তর ঘটাতে সক্ষম হতে হবে।
সভায় সভাপতি আতাউর রহমান বলেন, শিক্ষার্থীরা এখন আগের চেয়ে বেশী পড়বে, নিজেরা সক্রিয় ভাবে পরবে, শিখবে। গ্রুপ ওয়ার্ক করে আবার তা নিজেরাই উপস্থাপন করবে। শুধু শিক্ষা নয়, দক্ষতাও অর্জন করবে।আর মূল্যায়ন হবে প্রতিটি কাজের। আবার ষান্সাসিক মূল্যায়ন,এবং বার্ষিক মূল্যায়নও হবে।কাজেই পরীক্ষা ঠিক থাকছে কিন্তু পরীক্ষার ভীতি থাকছে না। পরীক্ষায় উত্তীর্ন হওয়া এবং না হওয়াও আছে।
তিনি আরও বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। এরা হবে সৎ, মানবিক,সহমমর্মী, সৃজনশীল, উৎপাদনক্ষম ও উদ্যোগী।
সমাবেশে বক্তারা বলেন, অজপাড়া এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় আল মদিনা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই প্রতিষ্ঠাতাদের উদ্যেশ্য। এ উদ্যেশ্য বাস্তবায়ন ও আল মদিনা একাডেমির- স্বপ্ন পূরণে স্থানীয়, অভিভাবক,সুদিগণ,শিক্ষানুরাগী, শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা আর সকলের সহযোগিতায় আল মদিনা একাডেমি আজ দোয়ারাবাজার উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে নরসিংপুর ইউনিয়নের সুনাম কুড়িয়েছেন। আল মদিনা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় উপজেলায় সর্বোচ্চ বৃত্তি লাভ করে নরসিংপুর ইউনিয়নের মুখ উজ্জল করেছে। সকলের দায়িত্বশীল ভূমিকা আর সহযোগিতায় প্রতিষ্ঠানটি একদিন দেশের সব চেয়ে মডেল স্কুলে পরিনত হবে।