lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-04T10:19:04Z
সারাদেশ

ঈশ্বরদীতে রহস্যজনক মৃত্যু, নিজ শয়নকক্ষ থেকে মিললো বৃদ্ধের মরদেহ

Advertisement


স্টাফ রিপোর্টারঃ 


পাবনার ঈশ্বরদীতে নিজের শয়নকক্ষ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রহস্যজনক ভাবে নিহত হওয়া ব্যাক্তি শামসুল আলম (৬৫) শহরের পূর্বটেংরি শেরশাহ রোড (কোবা মসজীদ) এলাকার মৃত শওকত আলীর ছেলে ও বিদ্যুত বিভাগের (পিডিবি) একজন ঠিকাদার ছিলেন।


মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের পূর্ব টেংরী শেরশাহ রোড কোবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, সামছুল আলমকে বাড়ীতে একা রেখে স্ত্রী ও ছেলে খুলনায় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে কাজের মেয়ে অনেক ডাকা ডাকি করে কোন সারাশব্দ না পেয়ে তিনি চলে যান। স্ত্রী ও মেয়ে খুলনা থেকেও একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে বিকালে প্রতিবেশীদের সাহায্যে যোগাযোগের চেষ্টা করেন। পরিবারের অভিযোগ পেয়ে স্থানীয়রা সামছুল আলমের খোঁজে তার বাড়িতে যান এবং বেশ কিছুক্ষন ডাকাডাকি করেন। 


এসময় বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় বাড়ির ভেতরে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব না হওয়ায় পরে বাড়ির পাশের একটি গাছে উঠে জানালা দিয়ে সামছুল আলমকে তার শয়নকক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে নিহতের মৃতদেহ উদ্ধার করেন। 


ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। তবে মৃত্যুটি রহস্যজনক, রহস্য উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্ত করা হবে।