lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-06T12:18:02Z
মাদক

কাশিনাথপুরে ৩৬৫ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ: 

৩৬৫ পিচ ইয়াবা সহ কাশিনাথপুর এলাকার শীর্ষ মাদক সম্রাট ইমরান হোসেন (৪০) কে গ্রেফতার করেছে কাশিনাথপুর ফাঁড়ি পুলিশ। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম'র নেতৃত্বে এএসআই নাসিম ও সঙ্গীয় ফোর্স ০৬ অক্টোবর (সোমবার) বিকেল আনুমানিক ৪ টা ৪৫ মিনিটে কাজুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমরান (৪০) সাঁথিয়া থানার কাশিনাথপুর ইউনিয়নাধীন কাজুরিয়া গ্রামের রমজান আলীর ছেলে। 


কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম বলেন, মাদক ব্যবসায়ী ইমরান কে ৩৬৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হবে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও ওয়ারেন্ট বিদ্যমান।