lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-04T10:04:16Z
রাজনীতি

দোয়ারাবাজারে জাপা'র মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলমকে নিয়ে ঐক্যের ডাক

Advertisement


সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):


সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারাবাজার)আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাপা'র নির্বাহি কমিটির সদস্য জাহাঙ্গীর আলমকে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা করে ঐক্যের ডাক দিয়েছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নবাসী। 


মঙ্গলবার সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়বাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলমকে দোয়ারাবাজার উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে ঐক্যের ডাক দিয়েছে সমাবেশে আসা লোকজন।


এসময় স্থানীয় ভোটাররা  বলেন,দেশের এতো এতো মেগাপ্রকল্প বাস্তবায়ন হলেও কাংখিত উন্নয়ন পায়নি নরসিংপুর তথা দোয়ারাবাজার উপজেলাবাসী৷ স্বাধীনতার ৫২ বছরেও ঝড়াজীর্ণ রাস্তা, ভাঙা কালভার্ট আর অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করতে হচ্ছে এই অঞ্চলের মানুষের।


বিশেষ করে ছাতক থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা দোয়ারাবাজার উপজেলার উন্নয়ন করেনি৷ তাই এলাকার উন্নয়নের স্বার্থে পুরতানকে পরিবর্তন করে ও ঘরের ছেলেকে নির্বাচিত করলেই এলাকার দুশ্যসহ অবস্থার অবসান ঘটবে। উন্নয়ন হবে। আর মানুষ এখন পরিবর্তন চায়৷ পরিবর্তনের দিকে চেয়ে মানুষ সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে৷ তাই আগামী নির্বাচনে দোয়ারাবাজার উপজেলাবাসী দলমত নির্বিশেষে জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করে ভবিষ্যৎ আলোকিত করতে স্বপ্ন দেখছে। 


দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায়  ছাতক উপজেলা জাপা'র সহ-সভাপতি আকলুছ আলী'র সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস শালিক মিলন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাপা'র সভাপতি এইচএম ফারুক আহমদ।


দোয়ারাবাজার উপজেলা জাতীয় কৃষক পার্টির সহ সভাপতি আব্দুল আওয়াল,দোয়ারাবাজার উপজেলা জাপা'র সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, ছাতক উপজেলা জাপা'র দপ্তর সম্পাদক সাজিদুর রহমান,প্রচার সম্পাদক আবুল হোসেন,যুগ্ম প্রচার সম্পাদক ডাঃ খলিলুর রহমান,ছাতক উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জুবেদ আলী,জাপা নেতা মোহাম্মদ আলী মিলন,ছাতক উপজেলা জাপা নেতা বিল্লাল আহমদ,আজির উদ্দিন,আব্দুল আহাদ,ফয়জুর রহমান, জয়নাল আবেদীন, সাইদুল ইসলাম৷ 


নরসিংপুর ইউনিয়ন জাপা নেতা আয়াত আলী,মহিম উদ্দিন,আশিকউল্লাহ,সুজন মিয়া,সোহেল আহমদ,সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,আশক আলী,আব্দুস সালাম,মাষ্টার আব্দুল আউয়াল,আমিনুল ইসলাম,ফজরুল ইসলাম,মাশুক আলী,জমির আলী,নিজাম উদ্দিন,ছত্তার মিয়া,মছদ্দর আলী,আরশ আলী,আওলাদ আলী,ফারুক আহমদ,মাহি, রিয়াজ উদ্দিন।