Advertisement
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে অন্যতম প্রসিদ্ধর ব্যবসা কেন্দ্র ডাচ্ বাংলা ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিরামপুর পৌর শহরের ঝর্না সুপার মার্কেটের ২য় তলায় এর আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এই উপশাখাটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র আককাস আলী।
এ উপলক্ষ্যে বিরামপুর ডাচ্ বাংলা উপশাখা ব্যাংকের ম্যানেজার খন্দকার জাহিদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পৌর মেয়র আককাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ডাচ্ বাংলা ব্যাংক বাঞ্চের ম্যানেজার সফিকুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা মোস্তাক মাস্টার, বিরামপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক জাকারিয়া জাকির প্রমুখ।
পরে নতুন এই উপশাখার সুষ্ঠু পরিচালনা এবং দেশের অগ্রগতি ও ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে দোয়া করা হয়।
উদ্বোধনী দিন থেকে ডাচ্ বাংলা ব্যাংকে অন্যান্য শাখার মত এ উপশাখাতেও অনলাইন ব্যাংকিং, লোন সেবা, সকল ধরনের ফান্ট ট্রান্সফার এবং এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং দেয়া হচ্ছে।
এসময় গণ্যমাণ্য ব্যক্তি, সুধীজন, ব্যবসায়ী, অন্যান্য আমন্ত্রিত অতিথি, এবং ডাচ্ বাংলা ব্যাংক উপশাখার উর্ধ্বতন কর্মকর্তার, গ্রাহক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।