lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
Last Updated 2023-10-16T17:03:44Z
খেলাধুলা

জেলা পর্যায়ে চিরিরবন্দর উপজেলাকে হারিয়ে ফাইনালে বিরামপুর উপজেলা ফুটবল দল

Advertisement


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর জেলা পর্যায়ে সেমিফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দিনাজপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলায় বিরামপুর উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দল চিরিরবন্দর উপজেলা (অনূর্ধ্ব-১৭) ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জেলা পর্যায়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন।


এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডলার মজুমদার, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান তুষার, বিরামপুর (অনূর্ধ্ব-১৭) ফুটবল দলের টিম ম্যানেজার আনোয়ারুল হাবীব রিটন, ক্রীড়া শিক্ষক হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন, কোচ মোস্তাফিজুর রহমান মাসুম, আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


জানা গেছে, আগামী ২১ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জেলা পর্যায়ে দিনাজপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় নবাবগঞ্জ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের সাথে বিরামপুর উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ফাইনালে মুখোমুখি হবে।