lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-25T17:06:16Z
সারাদেশ

দুর্গাপুরে প্রাক্তন এমপি জালাল উদ্দিন তালুকদার’র ১১তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Advertisement


নেত্রকোনা প্রতিনিধিঃ


নেত্রকোনার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর ১১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 


২৫ সেপ্টেম্বর  সোমবার  দিনব্যপী শোক র‌্যালী, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল, স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও গরীবদের মাঝে রান্নাকরা খাদ্য বিতরণের মাধ্যমে এ শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।


এ উপলক্ষে   তার কন্যা জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের সভাপতিত্বে  নিজ বাড়িতে স্থানীয়  সর্বস্তরের অংশগ্রহনে মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সহ-সভাপতি শ.ম.জয়নাল আবেদীন, আলী আজগর,জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি,  অন্যদের মধ্যে পৌর আ‘লীগ সভাপতি  মেয়র মাওলানা আব্দুস সালাম,পৌর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , , ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম  বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহী , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগেরসহ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন,আজিজুর রহমান খান,আ: সালাম।


উল্লেখ্য যে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর প্রাক্তন এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। প্রায় ১১ বছর পেরিয়ে গেলেও এর প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ প্রশাসন।