Advertisement
আকন্দ সোহাগ
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান কমলের মা মোছাঃ মনোয়ারা বেগম ( ৮২) মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বেলা ১১টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্থানীয় মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। ২০২০ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা নারী নির্বাচিত হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে তার ছোট ছেলে ও মনোয়ারা রকিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান মামুন বলেন ,আজ রাত ৮টার সময় আমার মা এর নিজ হাতে গড়া বিদ্যালয় মাঠে জানাযা শেষে বাড়ির উঠান প্রাঙ্গণে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া পার্থনা করছি। এদিকে তার মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম।


