Advertisement
আকন্দ সোহাগ
জামালপুরের মাদারগঞ্জের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুলক পারভেজ। তিনি পৌরসভার গাবেরগ্রাম ঝালোপাড়ায় অবস্থিত ৩৫ নং গাবেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ এ তাকে নির্বাচিত করে পদক বাছাই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে পুলক পারভেজ বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পাবার পর সব সময় চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উৎসর্গ করলাম।