lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-28T04:28:46Z
রাজনীতি

ঝিকরগাছায় নৌকার মনোনয়ন প্রত্যাসী ডাঃ তৌহিদুজ্জামানের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Advertisement


জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা 


যশোরের ঝিকরগাছা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন যশোর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামান তুহিন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিকরগাছা হাসপাতাল রোডে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. তৌহিদুজ্জামান বলেন, পেশাগত কারণে ডাক্তার হিসেবে আমি মানবসেবায় জড়িত। সেবার মানসিকতা থেকে নিজের পিতা-মাতার নামে কনসালটেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। এখানে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়।


তিনি আরো বলেন, রাজনীতি হলো জনসেবার বড় একটি প্লাটফর্ম। বৃহৎ পরিসরে জনসেবা করার উদ্দেশ্যে আমি যশোর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।


ডা. তোহিদুজ্জামান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের একমাত্র জামাতা। তিনি ঢাকা স্কয়ার হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মুসা, যশোর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরানুর রশিদ, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পিপুলসহ পৌর কাউন্সিলরবৃন্দ, ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ।


এর আগে ডা. তৌহিদুজ্জামান ঝিকরগাছা পাইলট গার্লস হাইস্কুল ও সরকারি শহিদ মশিয়ূর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।