lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-30T11:21:45Z
সারাদেশ

আটোয়ারীতে বিনামূল্যে ছাগল-ভেড়ারার পিপিআর টিকার কার্যক্রম উদ্বোধন

Advertisement


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 


সারা দেশের ন্যায় একযোগে পঞ্চগড়ের আটোয়ারীতেও বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 


৩০ সেপ্টেম্বর, সকালে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাধানগর ইউপি'র চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। এসময় উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি অফিসার মোঃ সোহাগ রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় ব্যাক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে পিরোজপুরের সদর উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। 


প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুদ্ররোগ নিয়ন্ত্রণ প্রকল্পন (১ম সংশোধিত) এর আওতায় দেশব্যাপী ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূল কার্যক্রম এর পরিকল্পনায় এ টিকা প্রদান করা হয়। 


উল্লেখ্য যে, পিপিআর ছাগল ও ভেড়ার জন্য মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। রোগটি সর্বপ্রথম ১৯৪২ সালে আইভরিকোষ্ট দেশে শনাক্ত হয়। যা ১৯৯৩ সালে বাংলাদেশে দেখা দেয়। এই রোগের আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ। এবং মৃত্যুর হার প্রায় ৪৫-৯০ ভাগ। তবে টিকা নিলে এ রোগ থেকে মুক্তি মেলে। 


আরো উল্লেখ্য যে, আন্তর্জাতিক প্রাণিস্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বেকে পিপিআর রোগ মুক্ত ও নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধিদপ্তরের অধীনে 'পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুদ্ররোগ নিয়ন্ত্রণ প্রকল্প' এর আওতায় দেশব্যাপী সকল ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা প্রদান কার্যক্রম গ্রহন করা হয়েছে। যা সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আজ থেকে শুরু হয়ে আগামী (০৯ অক্টোবর) পর্যন্ত চলবে।


এবিষয়ে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি অফিসার মোঃ সোহাগ রানা জানান, সারা দেশের ন্যায় আটোয়ারী উপজেলাতে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের সব ওয়ার্ডে আমাদের ২/৩ জন টিকা প্রদানকারী টিম কাজ করবে৷ আজ থেকে আগামী মাসের ০৯ অক্টোবর পর্যন্ত ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তির জন্য টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। তাই সকল ছাগল-ভেড়া পালনকারী ও খামারিদের যথাসময়ে নির্ধারিত স্থানে এসে টিকা নেওয়ার আহবান জানান।