lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
Last Updated 2023-09-30T10:01:47Z
সারাদেশ

ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

Advertisement


আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে "বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন  করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে।


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রধান শিক্ষিকা মাহামুদা খানম, প্রেসক্লাব সভাপতি এনামুল হোসেন খান প্রমুখ। এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা ছিদ্দিকা।


এ সময় বক্তারা বলেন, বর্তমান দেশের প্রধানমন্ত্রী নারী বান্ধব তাই তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। দক্ষ করে গড়ে তোলার জন্য অনেক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এক সময় কন্যা শিশুদের অভিশাপ মনে করা হতো কিন্তু এখন আর তা মনে করা হয় না। তারা এখন নিজের, নিজের পরিবার ও দেশের কল্যানে অনেক অবদান রাখছে। নারীরা এখন অনেক পরিশ্রমী তার জন্যই তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনেক উদ্যোগ নিয়েছে সরকার।